CCN-UST Admission ongoing on Spring-2025 (January to June)

নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১.১২.২০২৪ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ccnust.ac.bd) প্রবেশ করে Circular বাটনটিতে ক্লিক করে চাকরির আবেদন ফরমটি পূরণ করে Submit করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর Successful বার্তা আসবে।
০৪.০১.২০২৫ খ্রি. তারিখে একই লিঙ্কে Print/Download Form বাটন দেওয়া হবে। উক্ত বাটনে ক্লিক করে NID নাম্বারের মাধ্যমে সার্চ দিয়ে আবেদন ফরমটি প্রিন্ট করতে হবে।
আবেদন ফরমে বর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে নিয়োগ পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
লিখিত, মৌখিক ও ক্লাশ প্রেজেন্টেশন, এই তিনটি ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে-:
প্রিন্টকৃত আবেদন ফরম।
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
গবেষনা কার্যক্রমের প্রমাণপত্র।
অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।
অন্যান্য কাগজপত্র (যদি থাকে)।
পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে