নিয়মাবলি
Download Form
Download Admit Card
Cancel List of Applicant
Viva Applicant List
যেসকল কারণে আবেদন বাতিল হয়েছে।
ব>
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর উত্তীর্ণ না হলে। প্রাথমিক যাচাই বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ/ইন্সটিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী প্রার্থীদের আবেদন ডকুমেন্ট যাচাই সাপেক্ষে বাতিল হবে।
ব>
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়মানুযায়ী কমপক্ষে ৩টি এ গ্রেড বা ১ম শ্রেনী না থাকলে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়মানুযায়ী এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে এ গ্রেড ১ম বিভাগ = জিপিএ ৫.০০ এর৪.০০; অনার্স ও মাস্টার্স এর ক্ষেত্রে জিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ বুঝাবে।
ব>
অসম্পূর্ণ আবেদন (বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নাম ও ফলাফল উল্লেখ না করা)।
ব>
বিজনেস, আইন, পাবলিক অ্যাড. ইংরেজি ও ম্যাথমেটিক্স ইত্যাদি বিভাগ/ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পন্ন না হওয়া। তবে যাদের ৩টি ১ম বিভাগ/শ্রেনী রয়েছে এবং মাস্টার্স এর ফলাফল প্রকাশিতব্য তাদের আবেদন গ্রহণ করা হয়েছে।
ব>
বিদেশী ডিগ্রিধারীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ‘সমতায়ন সনদ’ দাখিল করতে হবে।
ব>
০৪.০১.২০২৫ খ্রি. তারিখে একই লিঙ্কে Print/Download Form বাটন দেওয়া হবে। উক্ত বাটনে ক্লিক করে NID নাম্বারের মাধ্যমে সার্চ দিয়ে আবেদন ফরমটি প্রিন্ট করতে হবে।
আবেদন ফরমে বর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে নিয়োগ পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
লিখিত, মৌখিক ও ক্লাশ প্রেজেন্টেশন, এই তিনটি ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে-:
ব>
প্রিন্টকৃত আবেদন ফরম।
ব>
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
ব>
জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
ব>
গবেষনা কার্যক্রমের প্রমাণপত্র।
ব>
অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।
ব>
অন্যান্য কাগজপত্র (যদি থাকে)।
ব>
পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে
আবেদন করার পর আপনার আবেদনটি নিশ্চিতকরণের জন্য ০১৮৪২-২৩৮১৬৪ এ নাম্বারে যোগাযোগ করতে পারেন।