ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের তথ্য ফরম

CCN-UST Admission ongoing on Fall-2025 (July to December)

সর্বোচ্চ ৮০০ (আটশত) শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হবে।
দাখিলকৃত তথ্যসমূহ যাচাই বাছাই করে সঠিক শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপ নম্বরে অংশগ্রহণের আমন্ত্রণ ম্যাসেজ প্রেরণ করা হবে। উক্ত ম্যাসেজ প্রদর্শন করে অনুষ্ঠানের দিন সকালে গিফট কিট ও অনুষ্ঠানস্থলে প্রবেশ পাস সংগ্রহ করতে হবে।
উক্ত ম্যাসেজ প্রদর্শন করেই দুপুরের খাবার এবং কনসার্ট ভেন্যুতে প্রবেশ করতে পারবে।
যেহেতু যাচাই বাছাই করে ৮০০ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হবে, তাই এন্ট্রিকৃত তথ্যসমূহ নির্ভূল হওয়া বাঞ্ছনীয়।
কেবলমাত্র ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবে।

একাধিকবার রেজিস্ট্রেশন করা হলে ঐ শিক্ষার্থীর সকল তথ্য আপনা আপনি মুছে যাবে।

Apply now