Alumni দের বর্তমান কর্মস্থলের তথ্য সম্বলিত পোর্টাল তৈরির কাজ চলছে।
শিক্ষার্থীরা সঠিকভাবে পুরো আইডি নম্বর (৯ ডিজিটের) টাইপ করলে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর নাম, সেশন ও বিভাগের নাম চলে আসবে। উক্ত ফরমের Current Position ঘরে ইংরেজিতে Designation, Company Name and Address টাইপ করতে হবে।
যারা চাকরিপ্রার্থী তারা ইংরেজিতে Job Seeker টাইপ করে স্ব স্ব Mobile ও Email Address টাইপ করতে হবে। এতে করে চাকরিদাতা প্রতিষ্ঠান সহজেই চাকরিপ্রার্থীর সাথে যোগাযোগ করতে পারবে।
সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে।
যাদের আইডি নম্বর মনে নেই, তারা আইডি নম্বর পেতে Alumniতে ক্লিক করুন।