সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান এর যোগদান। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান অদ্য ১০ মে, ২০২৩খ্রি. তারিখে যোগদান করেছেন। আজ সকালে তিনি সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরীর নিকট যোগদানপত্র দাখিল করেন। পরবর্তীতে বর্তমান ভারপ্রাপ্ত ট্রেজারার ড. আলী হোসেন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে ট্রেজারারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।