ICFRBSB 2024 Registration Form

CCN-UST Admission ongoing on Spring-2025 (January to June)

নবনিযুক্ত উপাচার্যের যোগদান

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের যোগদান। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন অদ্য ১১ মার্চ, ২০২৩খ্রি. তারিখে যোগদান করেছেন। আজ সকালে তিনি সিসিএন ক্যাম্পাসে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরীর নিকট যোগদানপত্র দাখিল করেন। পরবর্তীতে বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. আলী হোসেন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যলয়ের সকল বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময়ে অংশ নেন।