সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১২ অক্টোবর সকালে কুমিল্লার টাউন হল মাঠ থেকে টমছনব্রীজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম চৌধুরী, সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. আলী হোসেন চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।